
সোমবার ২৬ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি : মায়ের মৃতদেহ আগলে ছেলে। এবার রবিনসন স্ট্রিটের ছায়া হিন্দমোটরে। দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হিন্দমোটর এক নম্বর বি এন দাস রোড এলাকায়। ওই এলাকার একটি আবাসনে মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে থাকতেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী কল্যাণী হাজরা। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন অসুস্থ ছিলেন কল্যাণী দেবী। স্থানীয় মানুষের বক্তব্য, গত তিন দিন ধরে ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। ফ্ল্যাটের পরিচারিকা গীতা দাস জানিয়েছেন, গত দুদিন তিনি কাজে আসেননি। শনিবার তিনি কাজে এসে দেখেন ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ আসছে। মায়ের দেহ নিথর অবস্থায় বিছানায় পড়ে আছে। জিজ্ঞাসা করলে ছেলে জানায় তার মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। পরিচারিকা ঘটনার কথা প্রতিবেশীদের জানানোর জন্য ফ্ল্যাট থেকে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু ছেলে শুভ্রদীপ তাঁকে ফ্ল্যাটের ভিতর জোর করে বেশ কিছুক্ষণ আটকে রাখে। কিছুক্ষণ পর চিৎকার শুরু করেন পরিচারিকা। দরজা খুলে দেয় ছেলে। কিন্তু তিনি বেরোনোর পরেই আবারও দরজা বন্ধ করে ভিতর থেকে তালা দিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা দিন দুয়েক আগে মৃত্যু হয়েছে কল্যাণী দেবীর। এদিন খবর পেয়ে ওই বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর প্রবীর কংস বণিক। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। কাউন্সিলর জানিয়েছেন, ওই পরিবারের সঙ্গে এলাকার মানুষের তেমন কোনও যোগ ছিল না। স্থানীয়দের সঙ্গে মেলামেশা করতেন না কল্যাণী দেবী ও তার ছেলে। আশেপাশে কল্যাণী দেবীর আত্মীয়-স্বজনরা রয়েছেন। অথচ তাদের সঙ্গে ওই পরিবারের কোনও যোগাযোগ ছিল না। তাই অসুস্থতার খবর আগে জানা যায়নি। উত্তরপাড়া থানার পুলিশ ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে লাভ না হওয়াতে দরজার তালা ভাঙা হয়। ভিতরে ঢুকে পুলিশ মৃতেদহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বৃদ্ধার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান